ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে মৌচাক বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় এখনেও জানা যায়নি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ভোরের দিকে আমরা নারীর মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তবে ওই নারীর নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।