ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৬ লাখ টাকার মাদকসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
৬ লাখ টাকার মাদকসহ নারী আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী থেকে ৬ লাখ টাকা সমপরিমাণ মূল্যের হেরোইনসহ (মাদক) পারুল বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার সদস্যরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

আটক পারুল বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর এলাকার তোহরুল ইসলামের স্ত্রী।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় হেরোইন কেনাবেচা হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এসময় পারুল বেগম নামে ওই নারীকে আটক করা হলে তার কাছ থেকে ১৫৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ১৬ হাজার টাকা। এছাড়া নগদ ৩শ টাকা এবং ১টি মোবাইল সেটও জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ মামলা দায়ের করে পারুল বেগমকে কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।