ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
বগুড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

বগুড়া: বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় পাথরবোঝাই ট্রাকচাপায় সাদ্দাম হোসেন বাবু (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাদ্দাম সদর উপজেলার সুলতানগঞ্জপাড়া এলাকার মোস্তাকিন খানের ছেলে। তিনি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাদ্দাম তার সহযোগী আলিফের মোটরসাইকেলে চড়ে সদর উপজেলার ঠ্যাংগামাড়া থেকে মহাসড়ক হয়ে শহরের দিকে ফিরছিলেন। পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ওভারটেক করে এসে তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন সাদ্দাম। এ সময় বগুড়াগামী একটি পাথরবোঝাই ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক আলিফ অক্ষত রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত সাদ্দামের পরিবারের সদস্যরা মরদেহটি নিয়ে গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।