ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।  

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে কম্বল বিতরণ করা হয়।

৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আযম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন ও স্থানীয় আব্দুল কাদের।

উল্লেখ্য, টানা চারদিন ধরে জেলার ৫টি উপজেলায় ৫০০ দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।