ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাচারকারীর হাত থেকে উদ্ধার রোহিঙ্গাসহ ৭ তরুণী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
পাচারকারীর হাত থেকে উদ্ধার রোহিঙ্গাসহ ৭ তরুণী

কক্সবাজার: চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশে পাচারের সময় ছয় রোহিঙ্গাসহ সাত তরুণীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

এ সময় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে মো. ইদ্রিস নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আহমদ কবিরের ছেলে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলন র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. খায়রুল ইসলাম সরকার এ তথ্য জানান।

তিনি আরও বলেন, উদ্ধার সাত তরুণীকে পাশের দেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ-কক্সবাজার সড়কে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় আটক হন চক্রের সদস্য ইদ্রিস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুজন পাচারকারীর নাম জানিয়েছেন তিনি। আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।