ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা-সরাইগাছি সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে আড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বালুচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত ব্যক্তি একই উপজেলার কানসাট হাজারবিহী ভোলাভারী গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফ (৩২)।

গোমস্তাপুর ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৮টার দিকে আড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত শাহ বাংলানিউজকে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।