ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে র‍্যাবের অভিযানে মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
ফরিদপুরে র‍্যাবের অভিযানে মাদক বিক্রেতা আটক

ফরিদপুর: ফরিদপুরের সালথায় ২৯০ পিস ইয়াবাসহ মো. জব্বার খালাসী (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার বলেন, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনগত সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বুড়িদা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্বার খালাসী উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মো. হিংগুল খালাসীর ছেলে।

এ সময় তার থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে ফরিদপুরে সালথা থানায় একটি মাদক মামলা পক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।