ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২ দুর্ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।  

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোহনপুর ব্রিজের পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়।  

স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় প্রায় ১২ জনকে উদ্ধার করে তাদের মধ্যে সাতজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমঘুম ভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।