ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভূমধ্যসাগরে নিহতদের মরদেহ প্রতিদিন একটি করে দেশে পৌঁছাবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
ভূমধ্যসাগরে নিহতদের মরদেহ প্রতিদিন একটি করে দেশে পৌঁছাবে ...

ঢাকা: ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে এক জনের মরদেহ বাংলাদেশে এসেছে। আর বাকি ৬ জনের মরদেহ আগামী ৬ দিনে আসবে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানায়।

ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠাণ্ডায় মারা যাওয়া ইতালিতে অভিবাসন প্রত্যাশী সাত জনের মধ্যে ইমরান হাওলাদারের মরদেহ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছেছে। তার বাড়ি মাদারীপুর।

মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুরের জয় তালুকদারের মরদেহ আসবে শনিবার (১২ ফেব্রুয়ারি)। শরীয়তপুরের কামরুল বাপ্পীর মরদেহ আসবে ১৩ ফেব্রুয়ারি। নরসিংদীর সাইফুল ইসলাম ও সুনামগঞ্জের সাজ্জাদুল ইসলামের মরদেহ আসবে ২০ ফেব্রুয়ারি। মাদারীপুরের সদর উপজেলার ঘটকচর গ্রামের সাফায়েত মোল্লার মরদেহ আসবে ২১ ফেব্রুয়ারি। তার্কি এয়ারলাইনসে প্রতিদিন দুপুর ২টায় এসব মরদেহ ঢাকায় পৌঁছাবে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে বিমান বন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক মরদেহ এসব গ্রহণ করবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় সাত বাংলাদেশ নাগরিক মারা যান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।