ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
আশাশুনিতে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকচাপায় গোবিন্দ রায় (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আমিরুল গাজীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের হলদেপাতা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ রায় (৬৫) উপজেলার খেজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কাটাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে।

আটক ট্রাক চালক আমিরুল গাজী সাতক্ষীরা সদর উপজেলার পারকুকরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।

নিহতের ভাই সঞ্জয় রায় জানান, সকালে হলদেপাতা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার ভাই গোবিন্দ রায়ের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।