ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
গোবিন্দগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোকন মিয়া (৩৫) নামে মাদকসক্ত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খোকন মিয়া নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বাংলানিউজকে জানান, খোকন একজন মাদকাসক্ত যুবক। মাদক কিনতে মাঝে মধ্যেই তিনি প্রতিবেশীসহ এলাকায় চুরি করতেন। গত শুক্রবার রাতে খোকন বাড়ি থেকে বের হন। এরপর রাজাবিরাট সাঁওতাল পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়লে স্থানীয়দের পিটুনিতে তিনি আহত হন। পরে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।