ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শপথের আগেই ইউপি সদস্যের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
শপথের আগেই ইউপি সদস্যের মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাবর ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরিদ আলম খান (৬০) শপথ গ্রহণের আগেই মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।  

মো. ফরিদ আলম খানের বাড়ি টাংগাবর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রৌহা গ্রামে। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তালা প্রতীকে প্রার্থী হয়ে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। তবে এখনো তিনি শপথ গ্রহণ করেন তিনি।

টাংগাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর জানান, ফরিদ আলম খান স্ট্রোক করে মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।