ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

বরিশাল: ঢাকা বরিশাল মহাসড়‌কের বাটাজোড়ে মা‌হিন্দ্রার (থ্রি হুইলার) ধাক্কায় ফেরদৌস বেপারীর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপু‌রে গৌরনদী উপ‌জেলার বাটা‌জো‌ড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

ফের‌দৌস বাবুগ‌ঞ্জের রাকু‌দিয়া এলাকার বা‌সিন্দা এবং আবুল কালাম ডি‌গ্রি ক‌লে‌জের ছাত্র।

এছাড়া মোটরসাই‌কেলে থাকা আরেক আরোহী আহত হ‌য়ে‌ছেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গৌরনদী হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন ব‌লেন, থ্রি হুইলার মা‌হিন্দ্রা‌টি ব‌রিশাল থে‌কে ভূরঘাটার দি‌কে এবং মোটরসাই‌কেল‌টি গৌরনদী থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যা‌চ্ছি‌লো। প‌থে বাটা‌জো‌ড়ে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে আহত দুইজন‌কে উ‌জিরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হ‌লে মোটরসাই‌কেল চালক ফের‌দৌসের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি। ত‌বে দুর্ঘটনাকব‌লিত দুইটি যানবাহনই প‌ু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।