ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইজিবাইকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
গোপালগঞ্জে ইজিবাইকচাপায় নারী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় আল্লাদী শিকদার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল্লাদী শিকদার একই উপজেলার শান্তিপুর গ্রামের বীরেন শিকদারের স্ত্রী।

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম বাংলানিউজকে জানান, আল্লাদী শিকদার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বটতলা এলাকা দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তিনি আরো জানান, স্বজনদের আবেদনের কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।