ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মার ভাঙন রোধে নতুন প্রকল্প হচ্ছে: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
পদ্মার ভাঙন রোধে নতুন প্রকল্প হচ্ছে: হানিফ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন মাহবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: নদী ভাঙন রোধে কাজ চলছে, সেই সাথে স্থায়ীভাবে পদ্মা নদীর ভাঙন রোধে নতুন প্রকল্প তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, এই এলাকায় নদী ভাঙনের খবর শুনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী ভাঙন রোধে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। একনেকে অনুমোদনের পরে দ্রুত কাজ শুরু হবে।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল অসাংবিধানিক পন্থায়, অবৈধ পন্থায়। তাদের রাজনীতিই মিথ্যাচারের ওপরে ভিত্তি করে। বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। বিএনপি সবসময় অবৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা করে। মিথ্যাচার করাই বিএনপির মূল কাজ।

নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ দলীয় নেতাকর্মী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেশ কিছু দিন ধরেই পদ্মা নদীর রূপপুর পাড়ে বাধ দেওয়ার ফলে বিপরীত দিকে নদীর গতিপথ ঘুরে ভাঙন দেখা দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এর ফলে কৃষি জমি বিলীনের পাশাপাশি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।