ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ কাজ পরিদর্শনে সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণ কাজ পরিদর্শনে সচিব

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজ পরিদর্শন করলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে রেল সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ্ মো. মাসুদুর রহমান, পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।  

এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন সাইট ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণকাজ শেষ করার ওপর জোর তাগিদ দেন।  

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ্ মো. মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, ইতোমধ্যে প্রকল্পের ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই এ সেতুর নির্মাণকাজ শেষ হবে। এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রেল সচিব বঙ্গবন্ধু সেতু পূর্বপারে রেলওয়ে সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।