ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বংশালের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
বংশালের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশাল মাহুতটুলীর একটি চারতলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় লাগা আগুন ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

 

তিনি বলেন, রাত সাড়ে ১১টায় পুরান ঢাকার মাহুতটুলীর চারতলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে চার ইউনিট ও পরবর্তীতে আরও আট ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।  

তিনি আরও বলেন, কারখানাটি পলিথিনের গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়ানোর সম্ভবনা ছিল এবং আশেপাশে বসতবাড়ি থাকার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে ইউনিট বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।