ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৩৯৪০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ফরিদপুরে ৩৯৪০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক

ফরিদপুর: ফরিদপুরে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ শাওন মৃধা (২৯) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের আলীপুরের পাকিস্তানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাওন রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার হান্নান মৃধার ছেলে।  

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযান চালিয়ে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবা, ১৬টি এলইডি বৈদ্যুতিক বাতি ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সিমকার্ড ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।