ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল অজগর 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল অজগর 

ব‌রিশাল: পুকুরে মাছ ধরতে গিয়ে ৫ ফুট লম্বা একটি অজগর সাপ পেয়েছেন স্থানীয়রা।  

রোববার (১৩ ফেব্রুয়া‌রি) দুপু‌রে বনবিভাগের কাছে সাপটি হস্তান্তর করে‌ছে বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

জয়ন্ত শীল বলেন, শনিবার বি‌কে‌লে নতুনহাট এলাকায় একটি পুকুরে মাছ শিকার করছিলেন তিন তরুণ। এ সময় আবুল কালাম নামের এক তরুণ জানান, তিনি বড় গজ‌াল মাছ শিকার করেছেন। কিন্তু সেটি পানির উপরে উঠিয়ে দেখেন, বিশাল আকারের একটা অজগর।  পরে সাপটি এক নজর দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা।

বরিশাল সদর উপজেলা বনকর্মকর্তা গাজী মোহাম্মদ আবুল বাশার উদ্ধারকারী‌দের বরাত বলেন, মাছ শিকা‌রের জন্য ডোবার পা‌নি সেচ ক‌রেন স্থানীয়রা। প‌রে সেখা‌নে থাকা কচুরিপানার মধ্যে থে‌কে ৫ ফুট লম্বা অজগর সাপ‌টি উদ্ধার করা হয়। মূলত স্থানীয়রা অজগরটিকে প্রথ‌মে গজাল মাছ হি‌সে‌বে মনে করে। প‌রে বে‌শি লম্বা হওয়ায় স‌ন্দেহ হয় তা‌দের। আর তারা ৯৯৯ ফোন দি‌য়ে জানায় বিষয়টি।

তি‌নি ব‌লেন, দেশীয় প্রজাতির এই অজগরটি সাধারণ সুন্দরবন এলাকায় থাকে। হয়তো পানিতে ভেসে এখানে এসেছে। বয়স ৭/৮ বছর হ‌বে।

খবর পেয়ে খুলনার বন্যপ্রা‌ণি ও প‌রিকল্পনা বিভা‌গের প‌রিদর্শক রাজু আহ‌ম্মেদ অজগরটি নি‌য়ে যান।  

বাংলা‌দেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৩, ২০২২
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।