ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
খুলনায় ট্রাকচাপায় যুবক নিহত প্রতীকী ছবি

খুলনা: খুলনায় বেপরোয়া ট্রাকচাপায় সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুজন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।  

লবনচর ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে সুজন রূপসা ব্রিজ পার হয়ে খুলনার দিকে আসছিলেন। মোটরসাইকেলটি শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সুজন পড়ে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিসহ চালক আজমীর হোসেনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আজমীর সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে।  

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।