ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সোনালী ব্যাংকের পরিচালক হলেন ড. মো. মতিউর রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
সোনালী ব্যাংকের পরিচালক হলেন ড. মো. মতিউর রহমান ড. মো. মতিউর রহমান

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাস্টমস অ্যাক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল, ঢাকা'র সদস্য ড. মো. মতিউর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ নিয়োগ প্রদান করে।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ অনুসারে তিন বছর মেয়াদি এ নিয়োগ হয়।

ড. মো. মতিউর রহমান বরিশালের মুলাদী উপজেলার কৃতি সন্তান হিসেবে সুপরিচিত।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে সম্মান ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রিস্টস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  

তিনি ভ্যাট এবং কাস্টমস বিষয়ে দেশ-বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডর সঙ্গেও জড়িত রয়েছেন। পাশাপাশি বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।