ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
রূপগঞ্জে গাঁজাসহ আটক ২ আটক দুইজন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১১ এর সদস্যরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম।

  

আটকরা হলেন- নওগাঁর বদলগাছীর ঢেকড়া খলশি এলাকার সাকিব (২৩) ও মানিক (৪০)।  

এ কে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ কেজি গাঁজা, নগদ ২৫ হাজার ৫৬০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী ট্রাক এবং দু’টি মোবাইল।

আটক দুই আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।