ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৮ হাতবোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
আড়াইহাজারে ৮ হাতবোমা উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের পাশ থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হাতবোমাগুলো ওই স্থানে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পর্যন্ত হাতবোমাগুলো ঘিরে রাখে। বিকেল ৩টার দিকে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত করার জন্য হাতবোমাগুলো ওই স্থানে রেখেছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, কে বা কারা হাতবোমাগুলো ওই স্থানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।