ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় দোকানি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় দোকানি নিহত প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় হোসেন শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার সাটিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হোসেন নরসিংদী সদরের ব্রাহ্মণপাড়া এলাকার কাদের মুনসির ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর বারোটার দিকে হোসেন ওই এলাকার কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে  নেওয়ার পথে মারা যায় তিনি।

শাকিল মিয়া নামে স্থানীয় একজন জানান, মোটরসাইকেলটি খুব বেপরোয়া ছিল।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।