ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসে ফরিদপুরে ‘ওরা ১১ জন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ভালোবাসা দিবসে ফরিদপুরে ‘ওরা ১১ জন’ ভালোবাসা দিবসে ‘ওরা ১১ জন’

ফরিদপুর: বিশ্ব ভালোবাসা দিবস ও ঋতুরাজ বসন্তকে ব্যতিক্রম আয়োজনে বরণ করে নিল ফরিদপুরের ‘ওরা ১১ জন বন্ধু মহল’।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা গ্রামের দরিদ্র পল্লীতে নিম্ন আয়ের মানুষ ও শিশুদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নেন তারা।

শিশুদের মধ্যে নানা রঙের বেলুন ও চকলেট বিতরণ করা হয়।  

এছাড়া একটি দরিদ্র পরিবারকে ওরা ১১ জন বন্ধু মহলের পক্ষ থেকে শৌচাগার নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। শৌচাগার নির্মাণ খরচের জন্য কিছু নগদ টাকাও তুলে দেওয়া হয় পরিবারটির হাতে।  

এ সময় ‘ওরা ১১ জন বন্ধু মহল’র সঞ্জিব দাস, রুহুল পাশা, মাহবুব পিয়াল, আবু নাসির আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।