ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বরিশাল: বরিশালে বেপোরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মজিবর সরদার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে এ ঘটনা ঘটে।

মজিবর উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা।

জানা যায়, এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নাছিম আলী (২৫) গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত ক‌রে গৌরনদী হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকব‌লিত নম্বরবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।