ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ভাঙ্গায় ইয়াবাসহ আটক ২ আটক দু’জন

ফরিদপুর: ৪৫০ পিস ইয়াবাসহ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরারণ গ্রাম থেকে দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতাররা হলেন- একই উপজেলার কাউলিবেড়া গ্রামের বাবুল শেখের ছেলে বিপ্লব শেখ (২৮) ও কক্সবাজার জেলার চকরিয়ার সাহেব খানপাড়ার ফরিদ আলমের ছেলে রায়হান শেখ ওরফে তোহা (২৩)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে পরারণ গ্রাম থেকে ৪৫০ পিসসহ ওই দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় নগদ ১৫ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইলফোন। গ্রেফতার দু’জনের নামে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এনএইচআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।