ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে হত্যা-অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ইসলামপুরে হত্যা-অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার  গ্রেফতার রাসেল ফকির

জামালপুর: জামালপুরের ইসলামপুরে রাসেল ফকির (৩৫) নামে হত্যা-অস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর পৌর শহরের ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল ফকির পৌর শহরের ফকিরপাড়া এলাকার পতু ফকিরের ছেলে।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়। তার নামে হত্যা এবং অস্ত্রসহ তিনটি জিআর মামলায় গ্রেফতার পরোয়ানা জারি ছিল।  

ইসলামপুর থানার (ওসি, তদন্ত) কবির হোসেন বলেন, গ্রেফতার রাসেলের নামে দু’টি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, চারটি অন্যান্য মামলাসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া রাসেল জামালপুরে দু’টি এবং লক্ষ্মীপুর জেলায় একটি বিয়ে করেছে। তিনি দীর্ঘদিন ধরে নাম পরিচয় গোপন করে নোয়াখালী, ফেনী লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করছিলেন। সাধু বেশে দেশের বিভিন্ন জেলার মাজারে ঘুরে বেড়াতেন। এছাড়া একাধিক বার ভারতে গিয়েও তিনি আত্মগোপন করেছিলেন।

ওসি মাজেদুর রহমান আরও জানান, গ্রেফতার রাসেলকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।