ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভালোবাসা দিবসে ফরিদপুরের ধলার মোড়ে মানুষের ঢল

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ভালোবাসা দিবসে ফরিদপুরের ধলার মোড়ে মানুষের ঢল

ফরিদপুর: ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুর শহরতলীর 'মিনি কক্সবাজার খ্যাত'  ধলার মোড়ে হাজারো মানুষের ঢল নামে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে এই ভিড় শুরু হয়।

ফরিদপুরের আনন্দ-বিনোদনের অন্যতম স্থান ধলার মোড়। হ্যাপি নিউ ইয়ার, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ , ঈদ এবং সর্বোপরি বিশেষ দিনগুলোতে এই স্থানটি থাকে মুখরিত। পাশাপাশি প্রতি শুক্রবারেও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। তাইতো এবার ভালোবাসা দিবসেও এর কোনো ব্যতিক্রম হয়নি।

বিভিন্ন বয়সী লোকজন ভিড় করে ধলার মোড়ে। একদিকে অপার প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে পদ্মা নদীর সৌন্দর্য, ট্রলারে করে নদী পার হওয়ে সময় কাটানোর জন্য একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হয় ধলার মোড়ে।

শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কারণে অনেক রাত পর্যন্ত লোকজন এখানে এসে সময় অতিবাহিত করেন।

ভালোবাসা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন এফএম ব্যান্ডের উদ্যোগে এদিন কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টের শিল্পীরা প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী একের পর এক জমজমাট সঙ্গীত পরিবেশন করে দর্শকদের দারুণভাবে আনন্দ দেন।

এসময় ফরিদপুর শহরের সর্বস্তরের জনগণ তাতে অংশগ্রহণ করেন। কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বেলা, ফজল, লিটন মাসুম, সজীব ও রতন ।

কনসার্টে পাশাপাশি স্পট গুলির অন্যান্য জায়গাতেও বিক্রি হয় বিভিন্ন ধরনের খাবার। এছাড়া বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী ও ফুলের মালা । সবকিছু মিলে অপার সৌন্দর্যের লীলাভূমি এই ধলার মোড়ের আকর্ষণ যে কোন ব্যক্তিকে মুগ্ধ করবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।