ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
না.গঞ্জে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ভাসান মালতি (৫০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গোলাম মোস্তাফা ঈমন মৃত ঘোষণা করেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ছেলে রানা বাসান। তিনি জানান, তার বাবা মাত্র কয়েকদিন যাবৎ এখানে চাকরি নিয়েছেন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী চৌধুরীপাড়া এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়া বাসায় থাকেন। বাড়িওয়ালার নাম বলতে পারেননি রানা।  

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী ভাসান মালতি হত্যার ঘটনায় কাজ শুরু করেছি। স্থানীয়দের তথ্য মতে, ধারণা করা হচ্ছে তাকে ছিনতাইকারীরা হত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।