ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নকল বৈদ্যুতিক তারের কারখানায় ডিবির অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
নকল বৈদ্যুতিক তারের কারখানায় ডিবির অভিযান

ঢাকা: রাজধানীর বংশালের সুন্দরবন মার্কেটের পাশে নকল বৈদ্যুতিক তারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে এ অভিযান শুরু হয়।

ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামসুল আরিফিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১২ টা থেকে রাজধানীর বংশাল এলাকার সুন্দরবন মার্কেটের পাশে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে নকল বৈদ্যুতিক তার তৈরির সন্ধান পাওয়া গেছে।

অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জনানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।