ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে ৮ হাজার ইয়াবাসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
পল্টনে ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ইয়াবা। ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল নামে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার শেল ট্রেড টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কতিপয় ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য পল্টন মডেল থানার ভিআইপি রোডের শেল ট্রেড টাওয়ারের সামনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর চেষ্টাকালে আট হাজার পিস ইয়াবাসহ রুবেলকে আটক হয়।

তিনি আরও জানান, রুবেল কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। পল্টন থানায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।