ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে ৩ হাজার ৫শ’ ইয়াবাসহ গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
শ্যামলীতে ৩ হাজার ৫শ’ ইয়াবাসহ গ্রেফতার ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামলী থেকে তিন হাজার ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গোয়েন্দা পুলিশ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. মোবারক হোসেন ও মো. শফিক বদরুজ্জান।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায়, কয়েকজন মাদকবিক্রেতা শেরে বাংলা নগর থানার শ্যামলী-মিরপুর রোড়ে ইয়াবা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় তাদের হেফাজত থেকে ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।