ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

তালায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
তালায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

ঢাকা: সাতক্ষীরা তালা উপজেলায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

বেসরকারি সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ও বিএসআরএম এর অর্থায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের উপদেষ্টা রুহী মোরশেদ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

উত্তরণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মফিজুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামরুজ্জামান মোড়ল, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি।

অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরণের প্রকল্প কর্মকর্তা মো. কাইউম আজাদ, সাবেক ইউপি সদস্য মোবারক আলী, মো. আব্দুর রহমান, মোহাম্মদ উল্লাহ, হাবিবুর রহমান হাবিব, আহমদ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ শতাধিক এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।