ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাঁজাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
রাজধানীতে গাঁজাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে নয় কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ওয়ারী বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) কদমতলী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- মো. সজিব মিয়া ও অন্তর চন্দ্র শীল।  

গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল বাংলানিউজকে জানান, দুই মাদকবিক্রেতা কদমতলী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে সুজুকি বাইকার্স প্যারাডাইস দোকানের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয় কেজি গাঁজাসহ সজীব ও অন্তরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার দুজন কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেফতার দু’জনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজহারুল।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।