ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রেলব্রিজে প্রেম, লাফ দিয়ে ভাঙল হাত-কোমরের হাড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
রেলব্রিজে প্রেম, লাফ দিয়ে ভাঙল হাত-কোমরের হাড়

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় গোপনে দেখা করতে যান প্রেমিক ও প্রেমিকা। রেলব্রিজের ওপর বসে গল্পে মেতে উঠেছিলেন তারা।

এ সময় হঠাৎ ওই ব্রিজের কাছাকাছি ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রেলব্রিজের নিচে। এ ঘটনায় দুজনেই আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পাংশা থানা এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত প্রেমিক শামীমের ডানহাত ও প্রেমিকার (১৮) কোমরের হাড় ভেঙে যায়। বর্তমানে তারা দুজনেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রেমিক শামীম পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের শাহজাহান খানের ছেলে ও প্রেমিকার বাড়ি কালুখালী উপজেলায়।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ বলেন, আহত প্রেমিক-প্রেমিকাকে রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।