ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১০ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
নওগাঁয় ১০ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

নওগাঁ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ হিসাবে নওগাঁয় ১০ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা হিসেবে নারী বীর মুক্তিযোদ্ধা ও যারা মৃত্যুবরণ করেছের তাদের পরিবারের হাতে ক্রেস্ট, উত্তরীয় তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

সম্মাননা প্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার কাজীপাড়া মহল্লার শাহিদা বেগম, রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মৃত মায়া বাংলা, রাসমনি সূত্রধর, মৃত সুষমা পাল, কালী রাণি পাল, গীতা রানি পাল, মুক্তি রানী পাল, পূর্ণিমা রানী পাল, মৃত সন্ধ্যা রানী পাল ও সাপাহার উপজেলার তিলনা গ্রামের মৃত পান বিলাসী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, রানীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহন্ত, নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও নারী বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।