ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। তারা বাইমাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তিনি আরও জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের আনুমানিক বয়স ৩৫ বছর,  অন্যজনের ৪০ বছর। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৫৫০, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
আরএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।