ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা অপরিসীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা অপরিসীম

রাঙামাটি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা অপরিসীম ছিল।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা অনুষ্ঠানে ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন- ভাষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, দক্ষ সংগঠক সর্বোপরী দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।

ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজেলাতুন নেসা ইন্দিরা এমপি।

রাঙামাটিতে থেকে অনুষ্ঠানে অংশ নেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ বেল্লাল, জেলা রবার স্কাউট সম্পাদক মো. নুরুল আবসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাঙামাটি থেকে মহিলা বীর মুক্তিযোদ্ধা গনমালা তঞ্চঙ্গ্যা মহিলা বীর যোদ্ধা হিসেবে সম্মাননা লাভ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপির পক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা গনমালা তঞ্চঙ্গাকে সম্মাননা দেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।