ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
নওগাঁয় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সিয়াম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ-ধামইরহাট আঞ্চলিক সড়কের নজিপুর কাঁচাবাজার সংলগ্ন হরিরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার ঘোষপাড়া গ্রামের হানিফের ছেলে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টার দিকে একটি বালুবাহী ট্রাক্টর নজিপুর বাসস্ট্যান্ডের দিকে আসছিল। এসময় ধামইরহাটের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সিয়াম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওযায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে কলেজে পাঠায়। সেখানে নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বাংলানিউজকে বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।