ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চালককে খুন করে সিএনজি অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
চালককে খুন করে সিএনজি অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মৃগালী গ্রামে চালককে খুন করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

অটোরিকশা চালকের নাম মো. মোজাম্মেল হক (২৫)।

তিনি নান্দাইল উপজেলার সাভার গ্রামের জালুয়া পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফরিদ মিয়া।    

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী গ্রামের একটি ফিসারি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. কাদির মিয়া জানান, অজ্ঞতনামা দুর্বত্তরা চালক মোজাম্মেল হোসেনকে খুন করে সিএনজি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।    

প্রসঙ্গত, বিগত কয়েক বছর আগে মৃগালী গ্রামের একই স্থানে পাশ্ববর্তী সরিষা গ্রামের আনোয়ার হোসেন নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত ওই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।