ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নার্সিং কলেজ হোস্টেলে ঝুলছিল ছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
নার্সিং কলেজ হোস্টেলে ঝুলছিল ছাত্রের মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক ভবন থেকে আল আমিন আবির (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির আবাসিক কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আল আমিন আবির টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শহর গোপালপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি নার্সিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে আবাসিক হলের সকল সহপাঠী খাবারের জন্য ডাইনিংয়ে গেলে রুমে যায়। তখন রুমে একা ছিলেন আবির। সহপাঠীরা খাবার শেষে ফিরে এসে রুমের দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে শিক্ষাকদের ডেকে আনেন। এরপর রুমের দরজা ভেঙে গলায় রশি পেঁচানো অবস্থায় আবিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। কলেজ কর্তৃপক্ষের খবরে লালমনিরহাট সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেরা বেগম বলেন, মৃত আবিরের পরিবারকে খবর দেয়া হয়েছে। এর বাহিরে তিনি কোনো মন্তব্য করেননি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।