ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পিকআপ ভ্যানচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ফরিদপুরে পিকআপ ভ্যানচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ওমর ফারুক (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধুখালী পৌরসভার মেছড়দিয়ার মোড় এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গোয়াল বাবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নান হওলাদারের ছেলে। তিনি মধুখালীর বনমালিদিয়া গ্রামের মোহাম্মাদ আলীর বাড়িতে বাসা ভাড়া বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই বাইসাইকেল আরোহী মেছড়দিয়ার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হয়ে লিংক সড়কে যাওয়ার সময়ে মাগুরাগামী একটি  পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ওমর ফারুক।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।