ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গ্রিস যাওয়ার পথে তুষারপাতে মারা গেছেন ফেনীর শাহীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
গ্রিস যাওয়ার পথে তুষারপাতে মারা গেছেন ফেনীর শাহীন নজরুল ইসলাম শাহীন

ফেনী: ইউরোপের দেশ গ্রিস যাওয়ার পথে তুষারপাতের কবলে পড়ে মারা গেছেন ফেনীর বারাহীপুরের ছেলে নজরুল ইসলাম শাহীন। তার নিখোঁজ সংবাদ প্রচারের পরে, মশিউর রাব্বী নামে এক প্রবাসী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



মরদেহের ছবি দেখে সেটি শাহিনের বলে নিশ্চিত করেন তার ফুফাতো ভাই নাসির উদ্দিন মানিক।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি গ্রিস যাওয়ার পথে তুর্কি সীমান্তে তুষার ঝড়ের কবলে পড়েন শাহীনসহ তার সহযাত্রীরা। অতিরিক্ত ঠাণ্ডায় তারা মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা যাচ্ছে।

শাহিন ফেনী শহরের আট নম্বর ওয়ার্ডের বারাহীপুর গ্রামের আবদুর রৌপ মাস্টার বাড়ির মিজানুর রহমানের ছেলে।

তিনি শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন।

শাহিনের বাবা মিজানুর রহমান সরকারের কাছে আকুতি জানিয়েছেন তার ছেলের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনতে পারেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।