ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রব (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া-চান্দগ্রাম সওজ রাস্তার পানিধার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তিনি পৌর শহরের ‘লিবাস ডিপার্টমেন্টাল নামক একটি স্টোরের মালিক ও উপজেলার শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুর রব। পথে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পানিধার নামক স্থানে বেপরোয়া গতির একটি অটোরিকশা তার মোটসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে স্বজনরা নিহতের মরদেহ শনাক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বিবিবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।