ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়ায় একটি স্টিলমিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি)  রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন,আকতার হোসেন (৫০), শাহিন (২৫) ও মাইনুদ্দিন (২২)।

তাদেরকে উদ্ধার করে ইনস্টিটিউটে নিয়ে আসা রায়হান বলেন, তারা যাত্রাবাড়ি কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলে কাজ করেন। রাতে তারা তিনজন কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ভাট্টিতে থাকা গলিত লোহা তাদের তিনজনের শরীরে পড়ে তারা দগ্ধ হন।  
রায়হান আরো জানায়, শাহিন ডেমড়া কোনাপাড়া এলাকায় থাকেন। আকতার নারায়নগঞ্জ মদনপুরে ও মাইনুদ্দিন রুপগঞ্জ ছোনপাড়া এলাকায় থাকেন। তারা সবাই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।  

ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানায়, দগ্ধ তিনজনের শরীরের অনেকাংশই দগ্ধ হয়েছে। তিনজনেরই ৫০ শতাংশের মতো দগ্ধ হয়েছ। তিনজনের অবস্থায়ই গুরুতর।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।