ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পেটের ভেতর ইয়াবা বহন, গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
পেটের ভেতর ইয়াবা বহন, গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ মো. হারেজ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার মডেল থানার শায়েস্তা খান রোডে অভিযান চালিয়ে মো. হারেজকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার থেকে ইয়াবা কিনে কৌশলে ঢাকায় আনতেন।

ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, ওই মাদক বিক্রেতা পলিথিন ও স্কচটেপ মুড়িয়ে পেটের ভেতর ইয়াবা বহন করে ঢাকায় আনতেন। পরে মলত্যাগের মাধ্যমে ইয়াবা অপসারণ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।