ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ক্লুলেস শাহাদাত হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ক্লুলেস শাহাদাত হত্যাকাণ্ডের ৩ আসামি গ্রেফতার

ঢাকা: ঢাকার ধামরাই-এ হত্যা করে আত্মহত্যা বলে সাজানো চাঞ্চল্যকর ও ক্লুলেস শাহাদাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারী আসল জাহিদসহ হত্যাকাণ্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, বুধবার সকালে আসামিদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।