ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাসানচরের পথে আরও ১০০৬ রোহিঙ্গা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ভাসানচরের পথে আরও ১০০৬ রোহিঙ্গা 

কক্সবাজার: ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ছেড়েছে আরও এক হাজার ছয়জন রোহিঙ্গা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ১৯টি বাসে করে তাদের চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।



রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বাংলানিউজকে জানান, উখিয়ার টেকনাফের বিভিন্ন শিবির থেকে রোহিঙ্গাদের এনে আগে ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। সেখান থেকে আজ তাদের চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি জানান, এটি ১১তম ধাপ। আজ ১৯টি বাসে এক হাজার ছয়জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের চট্টগ্রাম নৌ বাহিনীর ঘাট থেকে নোয়াখালীর ভাসানচর নেওয়া হবে।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছুদ্দৌজা বাংলানিউজকে জানান, স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে ১০ ধাপে একই প্রক্রিয়ায় প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে ভানাসচর নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।