ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন আশাশুনির নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
শপথ নিলেন আশাশুনির নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করছেন আশাশুনির নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান

সাতক্ষীরা: শপথ পাঠ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার নবনির্বাচিত ১১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ বাক্য পাঠ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির তাদের শপথ পাঠ করান।

শপথ বাক্য পাঠ করা ইউপি চেয়ারম্যানরা হলেন- আশাশুনির বুধহাটা ইউপির মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপির ওমর ছাকী ফেরদৌস (পলাশ), দরগাহপুর ইউপির শেখ মিরাজ আলী, বড়দল ইউপির জগদীশ চন্দ্র সানা, আশাশুনি সদর ইউপির এসএম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপির প্রভাষক দিপংকর বাছাড় দিপু, খাজরা ইউপির এসএম শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপির রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপির হাজী আবু দাউদ, কাদাকাটি ইউপির দিপংকর কুমার সরকার ও শোভনালী ইউপির মাওলানা আবু বক্কর।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শপথ পাঠ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ০৫ জানুয়ারি আশাশুনির ১১টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।